Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধরা খেয়েও দালালের হম্বিতম্বি, পুলিশে দিলেন ঢামেক পরিচালক 
Sunday June 4, 2023 , 7:08 pm
Print this E-mail this

অতিরিক্ত ভিজিটরের কারণে দালালরা তাদের সঙ্গে মিশে যেতে পারে

ধরা খেয়েও দালালের হম্বিতম্বি, পুলিশে দিলেন ঢামেক পরিচালক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের নিচতলা থেকে ধরা খাওয়ার পর বেশ হম্বিতম্বি করছিলেন সবুজ ভূঁইয়া নামে এক দালাল। তাকে পুলিশে দিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তা ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সবুজ হাসপাতালের অভ্যন্তরের রোগী ভাগিয়ে নেওয়ার কাজ করতেন। একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিধি হয়ে তিনি ঢামেকে আসতেন। রোগীদের তিনি ওই প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষার কাজ করাতেন। রোববার (৪ জুন) বিকেলে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সংবাদ সম্মেলন করে সবুজের ব্যাপারে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, আজ দুপুরের দিকে নতুন ভবনের নিচ তলায় সবুজের সঙ্গে হাসপাতালে দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত এক স্টাফের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। আমাদের স্টাফ সবুজকে চ্যালেঞ্জ করে। তিনি জানতে চান সবুজ কেন হাসপাতালে এসেছেন। তিনি তো ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার কাজ করেন। এ সময় সবুজ বেশ হম্বিতম্বি দেখান। নিজের প্রভাব দেখিয়ে আরও কয়েকজনকে ডেকে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে আমি নির্দেশনা দিলে আনসার সদস্যরা সবুজকে ধরে আনেন। তিনি বলেন, পরে আমরা নিজস্বভাবে বিষয়টি তদন্ত করে জানতে পারি সবুজ ভূঁইয়া হাসপাতালে বাইরে একটি বেসরকারি প্যাথলজি বিভাগের প্রতিনিধি হয়ে কাজ করেন। তার দায়িত্ব আমাদের হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে নিয়ে তার প্যাথলজিতে পরীক্ষা করানো। এর বিনিময়ে তিনি অর্থ আয় করেন। আইনি ব্যবস্থা নিতে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি। ঢামেক পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আরও বলেন, হাসপাতাল থেকে দালাল নির্মূলের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হাসপাতালে দালাল প্রবেশে আমাদের নিরাপত্তা বাহিনীর যদি কোনো গাফিলতি থাকে, এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালে অতিরিক্ত ভিজিটর ঠেকাতে নতুন কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কারণ, অতিরিক্ত ভিজিটরের কারণে দালালরা তাদের সঙ্গে মিশে যেতে পারে। হাসপাতালে ভিজিটর থাকার জন্য কার্ড আছে। এটা আরও কীভাবে প্রসারিত করা যায়, সেটা নিয়ে কাজ চলছে।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার