Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে কবি নজরুলের ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
Thursday May 25, 2023 , 7:10 pm
Print this E-mail this

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু

ঝালকাঠিতে কবি নজরুলের ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় জীবনে কবির অবদান নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) মিলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান ও আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কবি কাজী নজরুল ইসলাম অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দে ১১ জ্যৈষ্ঠ ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে ১৮৯৯ সাল ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানশোলের চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। শৈশব-কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে, জড়িয়েছিলেন নানা পেশায়, যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ