Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উত্তাল বরিশাল বিএম কলেজ : শিক্ষার্থীদের বিক্ষোভ 
Tuesday November 2, 2021 , 8:46 pm
Print this E-mail this

কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনের হুসিয়ারী

উত্তাল বরিশাল বিএম কলেজ : শিক্ষার্থীদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারী বজ্রমোহন (বিএম) কলেজে বসবাসরত সকল হোস্টেলগুলো দ্রুত সংস্কার, শিক্ষার্থীদের হোস্টেলের পুকুরগুলো হোস্টেলের নামে পূূণরায় বরাদ্ধ করা, এবং করোনাকালিন সময়ের পর রহস্যজনকভাবে হোস্টেল ফি বৃদ্ধি করার প্রতিবাদে কলেজ আবাসিক হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা শেষে ১১ দফা দাবী আদায়ের লক্ষে অধ্যক্ষ বরাবর স্বারক লিপি প্রদান করে। মঙ্গলবার (নভেম্বর ২) সকাল সাড়ে ১১টায় বিএম কলেজ অভ্যন্তরে থাকা বিভিন্ন আবাসিক হোস্টেলের কয়েকশত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে তাদের দাবী আদায়ের লক্ষে সংক্ষিপ্ত পথ সভা করে পূণরায় মিছিল বের করে মিছিল পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের ফাস্ট গেট হয়ে নতুন বাজার-কেন্দ্রীয় নতথুল্লাবাদ বাস টার্মিনাাল সড়কে বিক্ষোভ মিছিল করে।

এসময় শিক্ষার্থীদের সকল সমস্যা মোকাবেলা করা বিক্ষোভ মিছিল নেতৃত্বদানকারী শিক্ষার্থী আবু রায়হান বলেন, অতি দ্রুত হোষ্টেল ফি বৃদ্ধি করা বাতিল করা সহ হলগুলোকে শিক্ষার্থীদের বসবাসযোগী করা, ঝুকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার করা, শিক্ষার্থীদের ডায়েনিং ব্যবস্থা করা, হলের প্রাচির দেয়াল নির্মাণ করার মাধ্যমে বহিরাগতদের প্রতিরোধের ব্যবস্থা করা সহ ১১ দফা দাবী বাস্তবায়ন পূরণ করা না হলে তারা কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যাবেন বলে হুসিয়ারী উচ্চরন করেন। এসময় তারা বলেন, এই আন্দোলন করতে গিয়ে যাদি তাদের পুলিশি হয়রানি সহ জেলে-জুলুমের শিকার হতে হয় তাহলেও তারা দাবী পূরণ না হওয়া পর্যন্ত হলে ও ক্লাসে ফিরবেন না। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে গিয়ে কলেজ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া অধ্যক্ষ বরাবর দাবী পূরণের জন্য স্বারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্বারকলিপি গ্রহনকালে অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করে এবং তাদের সকল সমস্যা নিয়ে আলোচনার জন্য টেবিলে বসার আমন্ত্রন জানান। এসময় তিনি শিক্ষার্থীদেরকে বলেন, তোমাদের দাবীর সব কিছু কলেজ প্রশাসনের হাতে নেই। এসব বিষয় নিয়ে আলোচনা করেই সমাধানের চেষ্টা করতে হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন। বিক্ষোভে দাবী আদায়ের আন্দোলনে বিভিন্ন হলের শিক্ষাথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-আসাদুল হক করীম, ফয়সাল হোসেন, তানজিল, তপু রায়হান, সুমন ডাকুয়া, তাওহিদ ও আশিষ সহ বিভিন্ন শিক্ষার্থী। উল্লেখ্য, ধান নদী খালের বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত শেরে বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাস, মনোরমা বসু মাসিমা, শহীদ আঃ রব সেরনিয়াবাত সহ হাজারোও গুনিজনের স্মৃতি বিজরিত মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত সত্য, প্রেম,পবিত্রতার মহান আদর্শে লালিত, তাল, তমাল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সুশোভিত ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ এক সময়ের অক্সফোর্ড অব বেঙ্গলখ্যাত, ১৩২ বছরের সরকারী বজ্রমোহন কলেজ এক বৃন্ধের প্রতিচ্ছবি। বর্তমানে ৬টি আবাসিক হোস্টেলের ১২’শ আসনের বিপরিতে প্রায় দ্বিগুন শিক্ষার্থীদের শত কষ্টের মধ্যে অবস্থান করতে হচ্ছে। এছাড়া ৬টি হোস্টেলের মধ্যে ৪টি ভবন বাদে বাকিগুলোতে বসবাস করা অনপোযোগী হয়ে পড়েছে।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার