Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৪:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ বিশ্ব নৌ-দিবস 
Thursday September 30, 2021 , 6:07 am
Print this E-mail this

দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে-নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান

আজ বিশ্ব নৌ-দিবস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর), বিশ্ব নৌ-দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও দিবসটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে। বিশ্ব নৌ-সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বিশ্ব নৌ-দিবস, ২০২১’ উদযাপন করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে-‘‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান (সিফারার্স: অ্যাট দ্য কোর অব শিপিংস ফিউচার)”। দিবসটি উদযাপন উপলক্ষে নৌপরিবহন অধিদফতর এক সেমিনারের আয়োজন করেছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এ সেমিনার হবে। অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম (বীর উত্তম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন। বিশ্ব অর্থনীতিতে নৌ-খাতের অবদান তুলে ধরতে আন্তর্জাতিক নৌ-সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য দেশগুলো প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বিশ্ব নৌ-দিবস পালন করে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ