Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আইজিপি’র স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ, নারী প্রতারক গ্রেপ্তার 
Saturday November 13, 2021 , 4:34 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রুমা আক্তার, তার গ্রামের বাড়ি বাগেরহাটে

আইজিপি’র স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ, নারী প্রতারক গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)’র স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে চাপ প্রয়োগের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ থেকে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রুমা আক্তার (৩২)। তার গ্রামের বাড়ি বাগেরহাটে। ওই নারীর সঙ্গে তার স্বামী মো. আসলাম মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপারের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন এবং এসএমএসে ওই প্রার্থীর তথ্য পাঠান। এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরে ১১ নভেম্বর রাত নয়টার দিকে ঘাটারচর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুমা ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন