Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ২:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই থেকে চলবে লঞ্চ 
Monday July 12, 2021 , 11:26 pm
Print this E-mail this

সোমবার রাতে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই থেকে চলবে লঞ্চ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অর্ধেক আসন খালি রেখে আগামী ১৫ জুলাই থেকে দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। সোমবার রাতে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫ জুলাই থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে লঞ্চও চলাচল করবে। লঞ্চ চলাচল করলেও, অর্ধেক জায়গা ফাঁকা রাখতে হবে। তবে, এতে ডেকের ভাড়া বাড়তে পারে বলে জানান তিনি। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, এটি একটি ভালো সিদ্ধান্ত। লঞ্চগুলো চলাচল করলে আগের মতো বিশৃঙ্খলভাবে কেউ বাড়ি যাবে না। এতে দীর্ঘদিন ধরে নৌ পরিবহন শ্রমিকদের কিছুটা হলেও সংকট দূর হবে। ইতোমধ্যে আমরা টিকিটও কাটতে শুরু করেছি, বলেন তিনি। তিনি আরও বলেন, একটা লঞ্চে অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা খালি রাখলেও কোন সমস্যা হবে না।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন