|
৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে
বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (জানুয়ারি ২১) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। তিনি বলেন, এখন থেকে প্রার্থীরা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জহির উদ্দিন স্বপনকে ধানের শীষ (বিএনপি), ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে ফুটবল (স্বতন্ত্র), কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা (জামায়াত), রাসেল সরদার মেহেদীকে হাতপাখা (ইসলামী আন্দোলন) প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ধানের শীষ (বিএনপি), মাস্টার আবদুল মান্নানকে দাঁড়িপাল্লা (জামায়াত), মোহাম্মাদ নেছার উদ্দিনকে হাতপাখা (ইসলামী আন্দোলন) দেওয়া হয়েছে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জয়নুল আবেদীনকে ধানের শীষ (বিএনপি),গোলাম কিবরিয়া টিপুকে লাঙ্গল (জাতীয় পার্টি), মুহাম্মদ সিরাজুল ইসলামকে হাতপাখা (ইসলামী আন্দোলন),আসাদুজ্জামান ফুয়াদকে ঈগল (এবি পার্টি) বরাদ্দ দেওয়া হয়েছে। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে রাজিব আহসানকে ধানের শীষ (বিএনপি), আবদুল জব্বারকে দাঁড়িপাল্লা (জামায়াত), সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরকে হাতপাখা (ইসলামী আন্দোলন) প্রতীক দেওয়া হয়েছে।বরিশাল-৫ (সদর) আসনে মজিবর রহমান সরওয়ারকে ধানের শীষ (বিএনপি), মুফতি সৈয়দ মো: ফয়জুল করিমকে হাতপাখা (ইসলামী আন্দোলন),ডা: মনীষা চক্রবর্তীকে মই (বাসদ) প্রতীক বরাদ্দ করা হয়। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খানকে ধানের শীষ (বিএনপি), মুফতি সৈয়দ মো: ফয়জুল করিমকে হাতপাখা (ইসলামী আন্দোলন), মাহামুদুন্নবী তালুকদারকে দাঁড়িপাল্লা (জামায়াত) প্রতীক দেওয়া হয়েছে। বরিশাল রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, বরিশালের সবকটি আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, বরিশালের ৬টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য যাচাই-প্রত্যাহার শেষে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Post Views: ০
|
|