|
ছয় হত্যাকাণ্ডে পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে
ছয়জনকে হত্যার স্বীকারোক্তি ‘ভবঘুরে’ সম্রাটের : পুলিশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারটিতে পাঁচ লাশ উদ্ধারের ঘটনাসহ ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই ভবঘুরে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দিনের রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ছয় হত্যাকাণ্ডে একজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই ব্যক্তি ছয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আরাফাতুল ইসলাম জানান, সম্রাটের তার ব্যবহৃত মাফলার ব্যবহার করতেন। প্রথমে শ্বাসরোধে হত্যার পর লাশ পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে পুড়িয়ে দিতেন তিনি। ছয় হত্যাকাণ্ডে পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে। এসময় উপস্থিত ছিলেন-সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই লাশের সন্ধান পায় পুলিশ। এর মধ্যে একটি লাশ নারীর, একটি শিশুর। পরে বিকেলে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সম্রাট পৌর কমিউনিটি সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন। এর আগে গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর ১৯ ডিসেম্বর ওই সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতরে এক পুরুষের লাশ পাওয়া যায়।
Post Views: ০
|
|