|
সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে
‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি গণভোটে ‘হ্যাঁ’ সিল দেয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। এ বিষয়ে তথ্য অধিদপ্তর গণমাধ্যমগুলোকে অনুরোধ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধারণকৃত ভাষণ ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ করা হলো।
Post Views: ০
|