Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১০, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা 
Tuesday January 6, 2026 , 5:39 pm
Print this E-mail this

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়

বরিশালের সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো: আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

নোটিশ জারির জন্য ঢাকার কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও আসামিকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর ২০২৫ তারিখে তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়। তবে নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে আসামি সম্পদ বিবরণী দাখিল না করায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। দুদক আরও জানায়, মামলাটির ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়, কলাবাগান, বরিশাল নগরী এবং আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।




Archives
Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, ঝরল ৯ প্রাণ
Image
বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত
Image
বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই
Image
বরিশালে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময় সভা
Image
নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী উত্থান ঠেকাতে বরিশালে যৌথবাহিনীর অভিযান