Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১০, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুখবর পেলেন বরিশাল বিএনপির তিন নেতা 
Wednesday January 7, 2026 , 9:57 pm
Print this E-mail this

আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

সুখবর পেলেন বরিশাল বিএনপির তিন নেতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধিনে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে স্থায়ীভাবে বহিস্কার হওয়া সাবেক তিন নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। লিখিত আবেদনের প্রেক্ষিতে বহিস্কারের প্রায় আড়াই বছর পর বুধবার (জানুয়ারি ৭) তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কারাদেশ প্রত্যাহারের এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া তিন নেতা হলেন-বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদ।

তাদের মধ্যে টিপু ও হারুন বরিশাল সিটির দুটি ওয়ার্ডে সাবেক কাউন্সিলর। এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন ওই তিনজন সহ বিএনপির ১৯ নেতা। এ কারণে ‘বেঈমান’ আখ্যা দিয়ে একই বছরের ৪ জুন মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ বিএনপির ১৯ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করেছিল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কারাদেশ প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়েছে, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হলো। তবে একই সঙ্গে বহিস্কার হওয়া অপর নেতাদের বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি।




Archives
Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, ঝরল ৯ প্রাণ
Image
বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত
Image
বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই
Image
বরিশালে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময় সভা
Image
নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী উত্থান ঠেকাতে বরিশালে যৌথবাহিনীর অভিযান