প্রচ্ছদ » স্লাইডার নিউজ » তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
Tuesday December 23, 2025 , 4:17 pm
সম্ভাব্য কর্মসূচি, শৃঙ্খলা রক্ষা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বরিশাল বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা। প্রত্যাবর্তনকে ঘিরে সোমবার (ডিসেম্বর ২২) বিকেলে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
এরপূর্বে কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে ২১ ডিসেম্বর বিকেলে নগরীতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল বিভাগের বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, শৃঙ্খলা রক্ষা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন-বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।