|
গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে হত্যা
দীপু হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী। সোমবার (ডিসেম্বর ২২) সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সংখ্যালঘু ঐক্য মোর্চা বরিশালের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুন্ডু সহ সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। বক্তারা দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। দীপু ছিল তার দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশু সন্তানসহ পুরো পরিবারটি আজ পথে বসেছে। বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবাস দাস নিতাই, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, স্বপন কর, মিঠুন দত্ত, অনিক গোলদার, রাখি দাস, প্রান্ত দত্ত, অনিম বসু, চিন্ময় রায়, অয়ন চক্রবর্তী, অধ্যাপক দু়লাল দাস, বীর মুক্তিযোদ্ধা ললিত দাস, জেলা যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি চন্দন কুমার দাস, সম্পাদক শুভ দাস কমল, আর্যলক্ষী সমিত, নন্দ দুলাল সাহা, তুষার সেন প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের তিনদিন করে রিমান্ড দিয়েছে আদালত এবং তদন্তে ধর্ম অবমাননার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।
Post Views: ০
|
|