Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী 
Tuesday December 16, 2025 , 7:11 pm
Print this E-mail this

প্রদর্শনীর উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা, অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার

বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে দুপুর ১২ টায়, বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য, দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা, অনুষ্ঠানের প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার।

এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলকে সামরিক সম্মানসূচক পদক দেওয়া হয়নি। এটি তার প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করার জন্য দাবি জানাই। বরিশাল রিপোর্টার্স ইউনিটির এই ধরণের প্রদর্শনী, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায় ভূমিকা রাখবে। বিআরইউ’র ২১তম প্রদর্শনীতে, তিন শতাধিক বই ছাড়াও, দুই শতাধিক মুক্তিযুদ্ধের আলোকচিত্র, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, রেডিও, পাকিস্তানি বাহিনীর শেল, ডামি রাইফেল, বাংলাদেশের প্রথম সংবিধান সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য, উপস্থাপিত হয়। প্রদর্শনের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা, বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, মুক্তিযুদ্ধের তথ্য দলিল পত্রের প্রদর্শনীর মাধ্যমে, সঠিক তথ্য, উত্তর প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন।অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এমএ জি কবির ভুলু কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রদর্শনীতে আসলে আমার কান্না পেয়ে যায়, মনে পড়ে যায় সেই দিনের কথা, সে নির্মম অত্যাচারের ভয়াবহতা যা আজও ভুলতে পারিনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরইউ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ প্রমুখ।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা