Current Bangladesh Time
রবিবার ডিসেম্বর ১৪, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সুবিধা বঞ্চিত মান্তা শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ 
Saturday December 13, 2025 , 5:37 pm
Print this E-mail this

শুভ কাজে সবার আগে–স্লোগানে, উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ

বরিশালে সুবিধা বঞ্চিত মান্তা শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষা থেকে পিছিয়ে পড়া ভাসমান মান্তা সম্প্রদায়ের শিশুদের আলোকিত ভবিষ্যতের পথ সুগম করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (ডিসেম্বর ১৩) বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ নদীর পাড়ে বসবাসরত মান্তা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। নদী-কেন্দ্রিক জীবনযাপনের কারণে শিক্ষা থেকে বঞ্চিত মান্তা শিশুদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল-বই, খাতা, কলম, পেন্সিল, কাটার, রাবার এবং বিভিন্ন ধরণের খেলনা ও খাবার। বিশেষ করে, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য (মেন্টাল গ্রোথ) ইনডোর খেলা সামগ্রীও দেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘বাতিঘর’ নামে একটি প্রতিষ্ঠান মান্তা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ করে আসছে। বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাতিঘরে পড়তে আসা এসব মান্তা শিশুদের মাঝে শিক্ষা, খেলনা ও খাবার সামগ্রী বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন-বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানজিদ শাহ জালাল ইমন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক আবু উবাইদা, দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য ফেরদৌস মাহমুদ নূর, অদিতি সরকার মন্দিরা, রিফাত জাহান রিয়ামনি এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বাতিঘর থেকে উপস্থিত ছিলেন, সভাপতি আশা মনি, সাধারণ সম্পাদক হিসরাত নেহা, সহ-সভাপতি ফাত্তাহুর রাফি, সদস্য উম্মে হাফসা, কেয়া প্রমুখ। তারা বসুন্ধরা শুভসংঘকে পাশে পেয়ে সাধুবাদ জানান। উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিশুরা। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা জানায়, আমরা এই উপহার পেয়ে খুব খুশি হয়েছি। আমাদের খেলনা দিয়েছে। সামনের বছর আমাদের আরও উপহার দেবেন। বাতিঘরের উম্মে হাফসা যিনি নিজেও একজন অভিভাবক, তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুভসংঘ শিক্ষার্থীদের মাঝে যে শিক্ষা সামগ্রী বিতরণ করল, সত্যিই তা প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেন্টাল গ্রোথের জন্য ইনডোর খেলা সামগ্রী দেওয়া হয়েছে। আমাদের বাচ্চাও খুব খুশি হয়েছে। আমরা চাই সামনেও শুভসংঘ এভাবে আমাদের পাশে দাঁড়াক। বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন এই প্রসঙ্গে বলেন, শুভ কাজে সবার আগে – এই স্লোগান সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। আমরা চাই কেউ যাতে পড়ালেখায় পিছিয়ে না থাকুক। আমাদের সাধ্যমত বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আমরা তাদের মাঝে আজকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। এগুলো পেয়ে তারাও খুব খুশি হয়েছে।




Archives
Image
বরিশালে সুবিধা বঞ্চিত মান্তা শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ
Image
বরিশালে ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত
Image
বরিশাল চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী : রহমাতুল্লাহ
Image
বরিশালে বসতঘর থেকে মায়ের লাশ উদ্ধার, অচেতন ছেলে-পূত্রবধূ
Image
রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী হত্যায় অস্ত্রসহ গ্রেফতার নয়ন