|
বিভিন্ন দপ্তর থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
পিরোজপুরের কাউখালীতে নবাগত ইউএনওর সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (ডিসেম্বর ৮) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন শিক্ষা ক্ষেত্রে এবং এলাকার উন্নয়নমূলক কাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ভুরুঙ্গামারীকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। মতবিনিময় সভায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, সাংস্কৃতিককর্মী সুব্রত রায়, সাংবাদিক এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এর আগে উপজেলা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Post Views: ০
|
|