Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৭ বছরের শিশু আরচি শিলার! 
Monday December 24, 2018 , 2:15 pm
Print this E-mail this

বিরল হৃদরোগে আক্রান্ত এই শিশুটি ভবিষ্যতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে চায়

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৭ বছরের শিশু আরচি শিলার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মনে হতে পারে রসিকতা। বাস্তবে কিন্তু তা নয়। বিরাট কোহলিদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ৭ বছরের এক ক্ষুদে ক্রিকেটারকে দলে নিল অস্ট্রেলিয়া। সাত বছরের এই লেগ স্পিনারের নাম আরচি শিলার। শুধু দলেই রাখা হয়নি, তাকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পাইনে রবিবার ইয়ারা পার্কের একটি ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। আগামী বুধবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। চার টেস্টের এই সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া ও ভারত। যেকোনো দল জয়ী হতে চাইলে তৃতীয় টেস্টে জয় পাওয়া আবশ্যক। অন্যথায় এই টেস্টে হেরে যাওয়া দল পয়েন্ট তালিকায় পিছিয়ে থেকে সিরিজেও হেরে যাবে। তবে ভারত এই টেস্ট জিতলে সিরিজ ড্র নিশ্চিত হবে কোহলিদের। এমন গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে সাত বছরের ক্ষুদেকে দেখে রীতিমতো তাজ্জব ক্রিকেটমহল। দলের পনেরোতম সদস্য হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্র্যাকটিসও করেছিল এই শিশু ক্রিকেটার। জানা গেছে, সাত বছরের শিলার নাকি অনেক দিন আগেই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে বলেছে যে, সে বিরাট কোহলিকে আউট করতে পারবে। শুধু তাই নয়, ভবিষ্যতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে চায় ক্ষুদে এই তারকা। অস্ট্রেলিয়া এই শিশু ক্রিকেটারকে দলে নেওয়ায় টুইটারে মজাও করেছেন কেউ কেউ। এক ভারতীয় সমর্থক অস্ট্রেলীয় বোর্ডের টুইটের জবাবে লিখেছেন, ‘এবার ভারতও তৈমুরকে দলে নেবে।’ তবে কেউ কেউ মজা করলেও অস্ট্রেলিয়া দলে তাকে রাখা হয়েছে মানবিক দিক বিবেচনায়। কেননা, আরচি শিলার বিরল হৃদরোগে আক্রান্ত। যখন তার বয়স মাত্র তিন মাস তখন পরীক্ষা-নিরীক্ষা এই রোগ ধরা পড়ে। এরপর থেকে বেশ কয়েকবার অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। আর্চি শিলারকে একবার তার বাবা জিজ্ঞেস করেছিল, তুমি কী করতে চাও? তখন সে বাবাকে বলেছিল, “আমি অস্ট্রেলিয়া দলে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে চাই। তার এই ইচ্ছা পূরণ করতেই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয় অজি ক্রিকেট বোর্ড।

সূত্র : টাইমস নাউ নিউজ




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী