|
জাদুশিল্পী ঐক্য সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে জাতীয় নাট্যশালায় ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল
মুক্তখবর বিনোদন ডেস্ক : জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ফাস্ট ইয়ুথ ম্যাজিক ফেস্টিভ্যাল’২০২৫। ৩০ নভেম্বর জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এ উৎসবে ছিলো-ম্যাজিক আইটেম নিলাম, ম্যাজিক ওয়ার্কশপ, জাদুশিল্পীদের প্রতিযোগিতা এবং নির্বাচিত জাদুশিল্পীদের অংশগ্রহণে গালা শো।
উৎসবে ৭০ জন জাদুশিল্পী অংশ নেন।

তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাত্র ১২ জন। বিজ্ঞ বিচারক জাদুশিল্পী রাজীব বসাক, জাদুশিল্পী মাইনুল এবং বিশিষ্ট সাংবাদিক রিমন মাহফুজের চুলচেরা বিশ্লেষণে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন-জাদুশিল্পী সেলিম রেজা, দ্বিতীয় স্থান সাহানি রাজিব এবং তৃতীয় স্থান আমিনা ইসলাম নিপা। বাকি ৯ প্রতিযোগীকে বিভিন্ন খেতাবে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া উৎসবে অংশ নেওয়া সকল জাদুশিল্পীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন-জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, এটিএন বাংলা’র অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ এবং এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্। কনভেনার, জাদুশিল্পী প্রিন্স হারুন ও সদস্যসচিব জাদুশিল্পী সাদাত মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় দেশব্যাপী তরুণ জাদুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী এ রঙিন আয়োজন জাদুশিল্পীদের দক্ষতা সৃজনশীলতার এক অনন্য মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও স্পন্সর হিসেবে ছিল ফ্রুটিকা।
Post Views: ০
|
|