Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৭, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তি, বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে মামলা 
Monday November 10, 2025 , 9:37 pm
Print this E-mail this

আইনজীবীদের ‘টাউট-বাটপাড়’ আখ্যা দিয়ে তাদের পেশাগত সম্মান ও মর্যাদায় আঘাত

বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তি, বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন। রোববার (নভেম্বর ৯) দুপুরে মামলাটি দায়ের হলেও বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

তিনি বলেন, মামলাটি আমলে নিয়ে আদালত পরবর্তী আদেশের জন্য রেখেছেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে-গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি জনসভায় মেজবাহ উদ্দিন ফরহাদ প্রকাশ্যে আইনজীবীদের উদ্দেশে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন। সেই বক্তব্যে আইনজীবীদের ‘টাউট-বাটপাড়’ আখ্যা দিয়ে তাদের পেশাগত সম্মান ও মর্যাদায় আঘাত করেছেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরদিন ৬ নভেম্বর বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সব আইনজীবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়াও সভা করে আইনজীবী নেতারা ফরহাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। এরপর ৭ নভেম্বর ফরহাদ বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।




Archives
Image
শেখ হাসিনার মামলার রায় : ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
Image
তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান
Image
নারীদের মর্যাদা বৃদ্ধিতে বরিশালে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ
Image
আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
Image
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট