মুক্তখবর বিনোদন ডেস্ক : সারা দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার প্রতিভাবান কন্যা প্রিয়ন্তী পোদ্দার। বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফলাফল বৃহস্পতিবার দুপুরে অনলাইনে প্রকাশ করা হয়। এতে রবীন্দ্রসংগীতে দেশের সেরা পাঁচ প্রতিযোগীর তালিকার শীর্ষে উঠে আসে প্রিয়ন্তীর নাম।
গত সোমবার (অক্টোবর ২৭) রাজধানীর বিটিভি স্টুডিওতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে প্রাথমিক ও বাছাই পর্বে সারা দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে রবীন্দ্রসঙ্গীত বিভাগে সেরা দশে দ্বিতীয় স্থান অর্জন করেছিল সে। প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দার দম্পতির মেঝ মেয়ে। বর্তমানে সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী। উল্লেখ্য, ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রিয়ন্তী নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত দুই বিভাগেই জাতীয় পুরস্কার অর্জন করে আলোচনায় আসেন।