|
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সোমবার (অক্টোবর ৬) বিকেলে পুলিশ সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন রোববার (অক্টোবর ৫) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর কলাপাড়ার দেবপুরের মো: নাসির উদ্দিন হাওলাদাররের ছেলে মো: সুজন, মো: দেলোয়ার মুন্সির ছেলে আব্দুর রহমান ও বরগুনার উত্তর টিয়াখালীর আমতলীর আব্দুর রহমানের স্ত্রী সুমি (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে বরগুনার বিভিন্ন থানায় বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্তে নামে।

দীর্ঘ নজরদারি ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। সাইবার টিম ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আত্মীয়-স্বজন অসুস্থ বা বিপদের মধ্যে আছে। এমন ভুয়া তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে আমতলী থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী রাকিবুল খানের ভাই দুবাই প্রবাসী রাসেল খান অসুস্থ, এমন কথা বলে এই চক্র তার কাছ থেকে বিকাশে মোট ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, আসামিরা আন্ত:জেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বরগুনা ও অন্যান্য জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সহযোগীকে শনাক্তের চেষ্টা চলছে।
Post Views: ০
|
|