মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র এবং কিছু ডিলার দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ও কমদামি সিগারেট বিক্রি ও মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকা ‘ফিফটি/ফিফটি’ সিগারেট, ১২ হাজার শলাকা ‘ফিউচার কিংস’ সিগারেটসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৩ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ সিগারেটের বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরিশাল সার্কেল-২’র সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বিড়ি ও সিগারেটের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।