Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৭, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার 
Wednesday September 17, 2025 , 8:10 am
Print this E-mail this

তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের তিন মাস পর উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অভিযুক্ত অপহরণকারী যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার (সেপ্টেম্বর ১৭) গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (সেপ্টেম্বর ১৬) রাতে র‌্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু মুসা শিকদার (২৩) বরগুনার তালতলী উপজেলার বগীরহাট এলাকার বাসিন্দা মো: জালাল শিকদারের ছেলে। পুলিশ জানায়, প্রায় এক বছর আগে টিকটকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আবু মুসার পরিচয় হয়। এরপর মুসা কাউখালীতে এসে স্কুলে যাওয়ার পথে একাধিকবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে তারা মুসাকে সতর্ক কররেন ও প্রস্তাব প্রত্যাখ্যান করেন।এরপর গত ২ জুন কাউখালী শহরের বেইলি সেতুর কাছ থেকে স্কুলে যাওয়ার পথে মুসা ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অপহরণের মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব-১-এর সহায়তায় আবু মুসা শিকদারকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ওসি মো: সোলায়মান বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা অনুসন্ধান চালাচ্ছিলাম। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’




Archives
Image
নারীদের মর্যাদা বৃদ্ধিতে বরিশালে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ
Image
আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
Image
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
Image
বরিশালে ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি যুথি আটক
Image
বরিশালে পুলিশ সদস্যের হাত কামড়ে পালালেন গ্রেফতার ছাত্রদল নেতা