Current Bangladesh Time
শনিবার আগস্ট ৩০, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন 
Monday August 25, 2025 , 12:17 pm
Print this E-mail this

হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায়

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার চারমাস অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ফের কর্মসূচি শুরু করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (আগস্ট ২৫) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থী শাকিল বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদতদাতাদের অত্র কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজকে ক্লাস বর্জন, ক্লিনিক্যাল প্র্যাক্টিস ও ল্যাব প্র্যাক্টিস বন্ধ ঘোষণা করেছিল।আরেক শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ঘটনার দীর্ঘ চারমাস হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের লাঞ্ছিত করেও যারা ক্যাম্পাসে আছেন তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে। নয়তো এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, আমাদের ওপর হামলায় মদদ দিয়েছেন আমাদের শিক্ষক আলী আসগর, সাইব হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে বহাল আছেন। তাদের অপসারণ করতে হবে। এজন্য আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। আজকে ক্লাস বর্জন, বিক্ষোভ করে অধ্যক্ষ স্যারকে স্মারকলিপি প্রদান করা হবে। তিনি বলেন, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী