Current Bangladesh Time
শনিবার আগস্ট ৩০, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ 
Sunday August 24, 2025 , 5:37 pm
Print this E-mail this

ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে

ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (আগস্ট ২৪) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।শিক্ষার্থীরা জানান, এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায় ২৫ দিন ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোনো প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, কীর্তনখোলা নদীর তীরে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। বর্তমানে সাতটি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজন অন্তত ৭৫টি কক্ষ, কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করানো হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট ও অবকাঠামোগত ঘাটতির কারণে অধিকাংশ বিভাগে সেশনজট তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। বিশেষভাবে পাঠদান কক্ষের অভাব শিক্ষার্থী এবং প্রশাসনিক কার্যক্রম দুইপাশেই সমস্যা সৃষ্টি করছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। তারা জানান, দাবি মেনে না নেওয়া হলে রাজপথ ছাড়বেন না। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা তিনটি দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী