মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৩৭ পিস ইয়াবাসহ সোহেল হাওলাদার সাজু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (আগস্ট ১৯) সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয়েরসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির সিকদার বলেন, ‘সোহেল হাওলাদারের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, চুরি ও একটি ধর্ষণ মামলাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন। আজকের ঘটনায়ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’