Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৪, ২০২৫ ৪:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিকের স্ত্রী 
Thursday August 14, 2025 , 7:39 pm
Print this E-mail this

পটুয়াখালীর মহাশশ্মানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

বরিশালে ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিকের স্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক সঞ্জয় কুমার দাস লিটুর স্ত্রী বীথি সরকার। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: এ কে এম মুশিউল মুনীর। সঞ্জয় কুমার দাস লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি। ৩২ বছর বয়সী বীথি সরকার রেখে গেছেন দুই সন্তান। লিটু বলেন, তিনদিন আগে তাঁর স্ত্রী ও সাত বছর বয়সী মেয়ে জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে মেয়ে সুস্থ হয়ে উঠলেও স্ত্রীর জ্বর কমেনি। বুধবার তাঁকে চিকিৎসকের কাছে নিলে ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে বীথিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর রক্তের প্লাটিলেট দ্রুত কমে যাওয়ায় তাঁকে আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা নিয়ে যাওয়ার মতো সময় ছিল না জানিয়ে লিটু আরও বলেন, “রাত ৮টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বীথিকে ভর্তি করা হয়। কিন্তু ভোরে সে আমাদের ছেড়ে চলে যায়।” বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এ কে এম মুশিউল মুনীর বলেন, “বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কমেছে। বর্তমানে হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আমরা চেষ্টা করছি রোগীদের সুস্থ করে তুলতে। আমাদের সব রকমের সেবা চালু রয়েছে। বীথি সরকার শেষ মুহূর্তে এসেছেন। তবুও আমরা চেষ্টা করেছিলাম।” পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর মহাশশ্মানে বীথি সরকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা