Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৪, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৈধ অস্ত্র সহ আটকের পর মুক্তি পেলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া 
Sunday August 3, 2025 , 3:19 pm
Print this E-mail this

আটকৃতদের আরেকজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী

বৈধ অস্ত্র সহ আটকের পর মুক্তি পেলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ দুই আটক করেছিল স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। রোববার (আগস্ট ৩) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে তাদের আটক করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে। আটকৃতদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।আটকৃত অপরজন বিএনপির বরিশাল মহনগর সদস্য সচিব মো: জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। পরে বিকেলে তাকেও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, মো: জিয়াউদ্দিন শিকদার জিয়া ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। এবষিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার তার ফেইসবুক পেইজে লেখেন – “আলহামদুলিল্লাহ” সফল ভাবে বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র খাঁটি সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের “ঐতিহাসিক ছাত্র সমাবেশ” সম্পন্ন হয়েছে। আমি গর্বিত উক্ত সমাবেশ সফল করতে স্ব-শরীরে শাহবাগে উপস্থিত থেকে জনাব তারেক রহমান’র সৈনিকদের উৎসাহ-উদ্দিপনা দিতে পেরে। অনুরোধ ভুঁয়া সংবাদে বিচলিত না হওয়া ও ভুঁয়া সংবাদ পরিবেশন না করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কল্য সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ সময় সদর রোডে।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা