Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১২, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আকাশে আবারও উড়তে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান 
Friday August 1, 2025 , 1:01 pm
Print this E-mail this

উড়জাহাজ সংকটের অযুহাতে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়

বরিশালের আকাশে আবারও উড়তে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্থগিত করার ১৫ দিনের মাথায় বরিশালের আকাশে আবার উড়তে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান। আগামী ৮ আগষ্ট থেকে সিমিতকারে সপ্তাহে দুটি ফ্লাইট নিয়ে বরিশালে আবার ফিরেছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি। এরআগে উড়জাহাজ সংকটের অযুহাতে গত ২৫ জুলাই থেকে বরিশাল সেক্টরে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়। গত ২৪ জুলাই বিকেলে শেষ ফ্লাইটে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ভ্রমণের পরেই কর্তৃপক্ষ বরিশাল সেক্টরে ফ্লাইট স্থগিত করে। জানা গেছে, ৮ আগষ্ট থেকে শুক্রবার ও রবিবার বরিশাল-ঢাকা আকাশপথে বিমানের ৭৪ আসনের ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ যাত্রী পরিবহন করবে। ইতোপূর্বে বৃহস্পতিবার বিকেলেও এ সেক্টরে বিমান ফ্লাইট পরিচালন করতো কর্তৃপক্ষ। যে কোন উপায়ে বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটটি পূণর্বহালের দাবী জানিয়েছেন ট্রাভেল এজেন্সী ও বরিশাল-ঢাকা আকাশপথে চলাচলকারী যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের বরিশাল সেক্টরের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়- ‘বৃহস্পতিবার বিকেলের ফ্লাইট যাত্রীদের কাছে অধিকতর গ্রহনযোগ্য’। এ ব্যপারে বিমানের পরিচালক (বিক্রয় ও বিপনন) জানান, ‘উড়জাহাজ সংকটের কারণেই বরিশালসহ আরো দুটি সেক্টরে সাময়িক ফ্লাইট বন্ধ রাখতে হয়েছে। বরিশাল সেক্টরে বিমান আবার ফ্লাইট পরিচালন শুরু হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইট পরিচালন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘বরিশাল সেক্টরে ফ্লাইট বন্ধের কোন পরিকল্পনা নেই। অন্তত দুটি উড়জাহাজ পরিচালনযোগ্য হলেই আমরা বরিশালে ফিরছি। বৃহস্পতিবারের ফ্লাইটটির বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, ‘যাত্রীদের সুবিধার বিষগুলো বিবেচনায় নিয়েই আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। যেহেতু উড়জাহাজের সংকট রয়েছে, সেহেতু এই মূহুর্তেই সবকিছু সম্ভব নাও হতে পারে। উল্লেখ্য, অভ্যন্তরীন সেক্টরের জন্য বিমানের বহরে ৭৪ আসনের ৫টি ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ থাকলেও তার দুটি আপতত চলাচল অযোগ্য। যা মেরামত অত্যন্ত সময় ও ব্যায় সাপেক্ষ। অপর তিনটির মধ্যে দুটি পরিপূর্ণ মেরামতে অন্তত একমাস সময় লাগবে বলেও জানা গেছে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা