Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 
Monday July 28, 2025 , 6:31 pm
Print this E-mail this

মোটরসাইকেল ও চালক অক্ষত, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো: হাবিবুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল ও চালক অক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতক্ষদর্শীরা। সোমবার (জুলাই ২৮) বেলা ১১ টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মো: মোশারফ হোসেন বেল্লালের ছেলে। তিনি বরিশাল সিটির ২৬নং ওয়ার্ড এলাকায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তারা মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। রহমতপুর ইউনিয়নের কামীনি পাম্প এলাকায় পৌঁছালে কুয়াকাটা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাবিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কে আটকিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে বরিশাল বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মুত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়িছে। ঘাতক বাসটি আটকের জন্য অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা