Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ 
Thursday July 3, 2025 , 4:01 pm
Print this E-mail this

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র এখনও শেষ হয়নি : নাহিদ

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা উত্তরাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছি। এতে ছাত্র-জনতার ব্যাপক সাড়া মিলছে। আমরা এ পদযাত্রা দেশব্যাপী ছড়িয়ে দেব। তিনি আরও বলেন, শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র এখনও শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ত্যাগ নিয়ে সাজ্জাদ হোসেন শহীদের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন, বৃহস্পতিবার তার স্মরণে তৃতীয় দিনের পথযাত্রা পঞ্চগড়ে গিয়ে শেষ হবে। তিনি আরও বলেন, প্রশাসনের সংস্কার এবং সংবিধান পরিবর্তন এখন সময়ের দাবি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিগত এক বছরে আমাদের যত আশা-আকাঙ্ক্ষা ছিল, তার সঙ্গে প্রাপ্তির মিল পাইনি।কবর জেয়ারতের সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ছাত্রনেতা শাকিল চৌধুরী এবং শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর প্রমুখ। দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম। এর আগে পদযাত্রাটি সৈয়দপুরে পৌঁছালে বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপি নেতাদের বরণ করে নেন জেলা আহ্বায়ক মো. আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলম মিন্টু প্রমুখ। পরে সৈয়দপুরে পদযাত্রা শেষ করে দলটি নীলফামারীর উদ্দেশে যাত্রা করে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী