Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৭ 
Saturday May 31, 2025 , 6:11 pm
Print this E-mail this

এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজন মৃত উদ্ধার

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মীদের নিয়ে ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চরের মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করেন ভাসানচর থানার ওসি। হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ রয়েছেন সাতজন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা