Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ আমাদের তছনছ করার পাঁয়তারা করবে : হাসনাত 
Thursday May 22, 2025 , 8:55 pm
Print this E-mail this

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য ঐক্য নয়, দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই

আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ আমাদের তছনছ করার পাঁয়তারা করবে : হাসনাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এনসিপির এ নেতা বলেছেন, আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে। হাসনাত বলেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান—যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে।’ দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই সবাই এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল মন্তব্য করে হাসনাত আরও বলেন, ‘দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী