Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির 
Wednesday May 7, 2025 , 5:41 pm
Print this E-mail this

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সশস্ত্র উত্তেজনার প্রেক্ষাপটে

সীমান্ত জেলার পুলিশদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সশস্ত্র উত্তেজনার প্রেক্ষাপটে দেশের সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম। বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ–২০২৪’–এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইজিপি বাহারুল ইসলাম বলেন, “ভারত ও পাকিস্তানের সংঘাত ঘিরে যেন দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে—সে বিষয়ে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, প্রতিটি জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং প্রয়োজনে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা উভয় দেশকে শান্ত ও সংযত থাকার এবং এমন কোনও পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।” ঢাকা আরও জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দুই প্রতিবেশী দেশকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা নিরসনের পথ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী