|
হাসপাতালের জরুরি বিভাগ ও ওটিসহ অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু, দুর্ভোগে রোগীরা
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পাঁচ দফা দাবিতে সারাদেশের মতো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। বুধবার (মার্চ ১২) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মশিউল মুনীর। তিনি জানান, পাঁচ দফা দাবিতে সারাদেশের সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। তবে হাসপাতালের জরুরি বিভাগ এবং ওটিসহ অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু আছে। এদিকে বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ ঘুরে দেখা দেছে, সকালে বহির্বিভাগের টিকেট পাওয়ায় রোগীরা চিকিৎসকের জন্য কক্ষগুলোর সামনে ও নিচতলার বারান্দায় দাঁড়িয়ে বসে অপেক্ষা করছেন। এছাড়া বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনেও শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তবে সেখান থেকে টিকিট বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারাও। এ বিষয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: শরীফউদ্দীন রায়হান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এদিকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, হাসপাতালের বহির্বিভাগে ১৪ বিশেষজ্ঞ চিকিৎসা দেন। প্রতিদিন অন্তত তিন হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বাকেরগঞ্জ উপজেলা থেকে আসা মুনসুরা বেগম বলেন, এসেই শুনতে পাই চিকিৎসকদের কর্মবিরত চলছে, তাই তারা রোগী দেখছেন না, এমনকি তারা রুমেও নেই। এত দূর থেকে এসে চিকিৎসা পেলাম না। এখন আমি কোথায় যাবো? পলাশ নামে অপর একজন বলেন, পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতি শুরু করায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা রোগীরা বিপাকে পড়েছেন। অনেকেই ফিরে গেছেন, আবার অনেকে বসে আছেন যদি শেষ সময়েও চিকিৎসক দেখাতে পারেন সেই চিন্তা বা আশায়। কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি ডেকে কোথায় আছেন তা কেউ বলছেন না।
Post Views: ০
|
|