Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী আগামী ১৩ ফেব্রুয়ারি 
Tuesday January 14, 2025 , 7:37 pm
Print this E-mail this

নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে রয়েছে শংকা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী আগামী ১৩ ফেব্রুয়ারি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ১৩ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপ-পরিষদের আহবায়ক মোখলেছুর রহমান বাচ্চু গতকাল নির্বাচনী তফশিল ঘোষণা করেন। আগামী ২৩ তারিখ মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৬ জানুয়ারি দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। প্রার্থীর এক কপি ছবি মনোনয়ন পত্রের সাথে জমা দিতে হবে। ২৭ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২৯ জানুয়ারি দুপুর দুইটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এদিকে নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে শংকা দেখা দিয়েছে। আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, গত ১৫ বছর বিএনপির আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে থেকে ৬ জন সভাপতি/সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনে বিএনপির যারা পরাজিত হয়েছেন তারাই এখন নির্বাচন কমিশন গঠন করছেন। আওয়ামী আইনজীবী পরিষদ অংশগ্রহণ করবে কি না তার এখনও জানা যায়নি।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা