Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী 
Thursday September 12, 2024 , 2:01 pm
Print this E-mail this

এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মাদককারবারি স্বামী এক সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী। বিষয়টি বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১২) দুপুরে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল। তিনি জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. ফাতেমা আক্তারের হেফাজত হতে দুইশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। এসআই আরও জানান, এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। তারা হলেন-মধ্যে ফাতেমার স্বামী  ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী। এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার এ পুলিশ পরিদর্শক।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২