Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাঁটুকে সিঁড়ি বানিয়ে প্রশংসায় ভাসছেন সেনাসদস্য সুজন 
Monday September 9, 2024 , 5:51 pm
Print this E-mail this

বন্যাদুর্গতদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন নারীকে গাড়িতে উঠতে

হাঁটুকে সিঁড়ি বানিয়ে প্রশংসায় ভাসছেন সেনাসদস্য সুজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বন্যাদুর্গতদের উদ্ধার করতে গিয়ে কয়েকজন নারীকে গাড়িতে ওঠার জন্য নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে দিয়ে অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কাজী সুজন। ওই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে ‘সুপার হিরো’ আখ্যা দিয়ে পোস্ট করেছেন। জানা যায়, সেনা সদস্য কাজী সুজনের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামে।

বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান সুজন। এক পর্যায়ে উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ট্রাক আনা হয়। কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় তিনি নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন। মুহূর্তের মধ্যেই এ ঘটনার ধারণকৃত ভিডিওটি দেশব্যাপী ব্যাপক ভাইরাল হয়।খোঁজ নিয়ে আরও জানা যায়, গত ২০ জুন ল্যান্স করপোরাল কাজী সুজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে দেশে আসেন। তিনি মিশন এরিয়াতে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখেছেন। এ ছাড়াও ছাত্রজীবন থেকেই সুজন নিজ এলাকা গৌরনদীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন। মুমূর্ষ অসহায় রোগীদের জন্য গৌরনদী ব্লাড ডোর্নাস ক্লাব (জিবিডিসি) প্রতিষ্ঠা করেছেন, যা একঝাঁক তরুণ ও তরুণীদের নিয়ে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। এসব বিষয়ে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কাজী সুজন বলেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি। মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব। তিনি বলেন, একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান জিবিডিসির পক্ষ থেকে গত ছয় বছরে ব্যাপক মানবিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে। ক্লাবটির পক্ষ থেকে বর্তমানে দেশের মানুষের সহযোগিতায় বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২