মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় মায়ের বুকের দুধ শ্বাসনালিতে আটকে ১৮ দিন বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে। রোববার (সেপ্টেম্বর ৮) সকালে উজিরপুর উপজেলার জল্লা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু কন্যা হলো মুগ্ধ। সে উজিরপুর উপজেলার জল্লা গ্রামের রকিবুল ইসলামের কন্যা। পরিবারের বরাতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার গাইন বলেন, সকালে শিশু কন্যাকে তার মা বুকের দুধ খাইয়ে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পরে এসে দেখতে পায় শিশুর নাক থেকে দুধ বের হওয়া ও সে নড়াচড়া করে না। তখন তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন শিশুকে মৃত ঘোষণা করা হয়। ডা: শিশির বলেন, শিশুর দুধ খাওয়ানোর পর এটা বমি হয়। এটা মুখ কিংবা নাক দিয়ে বের হয়। তাই দুধ খাওয়ানোর পর অন্তত ১০ মিনিট শিশুকে কোলে রাখা উচিত। এতে এ ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।