Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 
Sunday September 8, 2024 , 11:10 am
Print this E-mail this

আল-আমিনকে গৌরনদী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন : র‌্যাব

বরিশালের গৌরনদীতে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আল-আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (সেপ্টেম্বর ৭) রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আল-আমিন গৌরনদী উপজেলার বড় দুলালি এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। এতে বলা হয়, রাশেদ শিকদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আল-আমিন ও তার সহযোগীরা। গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাশেদকে গৌরনদীর বার্থী বাজারের কামরুল খানের কসমেটিক্সের দোকানের সামনে দেখতে পেয়ে আল-আমিনসহ অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি, চড়, থাপ্পড়, ঘুসি দিয়ে তাঁকে জখম করেন। আত্মরক্ষার্থে বাজারের সুমন সরকারের দোকানের সামনে আশ্রয় নিলে আল-আমিনসহ তার সহযোগীরা লাঠি দিয়ে রাশেদের মাথায় জখম করে। এতে রাশেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় চৌকিদার মো: হাকিম তালুকদার তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু। এ ঘটনায় গত ১৭ আগস্ট গৌরনদী মডেল থানায় ভিকটিমের বড় ভাই রাসেল শিকদার একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে র‌্যাব-৮’র একটি অভিযানিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের একটি বাজার থেকে অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন আল-আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আল-আমিনকে গৌরনদী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২