প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চারুশিল্পীদের ছবি বিক্রির অর্থ
Sunday September 1, 2024 , 4:39 pm
দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়-জেলা প্রশাসক
বরিশালে বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চারুশিল্পীদের ছবি বিক্রির অর্থ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চারুকলা বরিশালের উদ্যোগে শিল্পীদের ছবি বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। রোববার (সেপ্টেম্বর ১) সকালে শিশু শিল্পীরা জেলা প্রশাসকের হাতে ৩২ হাজার টাকার চেক তুলে দেয়। এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা আরও যারা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। চারুকলা বরিশালের সাবেক সম্পাদক ও চারুশিল্পী অসীম বণিক বলেন, দেশের এই সংকটে চারুশিল্পীদেরও কিছু করণীয় রয়েছে- এই মানসিকতায় চারুকলা বরিশাল এই উদ্যোগ নিয়েছে। আমরা প্রাথমিকভাবে ৩২ হাজার টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। চারুকলা বরিশালের সাবেক সম্পাদক রনি দাস জানান, তারা প্রাথমিকভাবে ৫০টি ছবির বিক্রয়লব্ধ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠিয়েছেন।