Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেনাবাহিনীর হস্তক্ষেপে সুরক্ষিত ছিল বরিশালের সব থানা 
Sunday August 25, 2024 , 9:49 pm
Print this E-mail this

ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে

সেনাবাহিনীর হস্তক্ষেপে সুরক্ষিত ছিল বরিশালের সব থানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর চালানো হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোনো থানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। চারটি থানা নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ গঠিত। এরমধ্যে রয়েছে কোতোয়ালি মডেল থানা, বন্দর থানা, বিমানবন্দর (এয়ারপোর্ট) থানা ও কাউনিয়া থানা। বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা নিরসনে এসব থানার পুলিশ সদস্যরা ব্যাপক ভূমিকা রাখায় এসব থানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল বরিশালে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ওইসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬ জন। আহত হন পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনকারীসহ শতাধিক। বিক্ষোভকালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবন, দুদক কার্যালয় এবং ওয়ার্ড আওয়ামী লীগের একটি কার্যালয়, পুড়িয়ে ফেলা হয় ২৫টির বেশি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুলেন্স। এমন পরিস্থিতিতে পুলিশের একার পক্ষে এই অবস্থা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২