Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অতিরিক্ত আইজি রুহুল আমিনের বিদায় সংবর্ধনা 
Thursday August 1, 2024 , 9:41 pm
Print this E-mail this

বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা

অতিরিক্ত আইজি রুহুল আমিনের বিদায় সংবর্ধনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজি এসএম রুহুল আমিন চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে গত ৩১ জুলাই বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোন না কোন চ্যালেঞ্জ পুলিশকে মোকাবেলা করতে হয়।’ তিনি আরও বলেন, ‘এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন।’ এসময় বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন আইজিপি। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে এসএম রুহুল আমিন সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামসহ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এসএম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন চৌকস এই কর্মকর্তা। এছাড়া এস এম রুহুল আমিন দীর্ঘ সাড়ে তেত্রিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ৩১ জুলাই বুধবার অবসর গ্রহণ করেন।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ