Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » লিড-নিউজ » দুই জোড়া জমজকে নিয়ে একশ বছরের পুরোনো গল্প পর্দায় আনছেন অনিমেষ আইচ 
Friday March 29, 2024 , 7:31 pm
Print this E-mail this

লেখক বিভূতিভুষন বন্দোপাধ্যায়ের অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে নির্মাণ করেছেন এই ওয়েব সিনেমা

দুই জোড়া জমজকে নিয়ে একশ বছরের পুরোনো গল্প পর্দায় আনছেন অনিমেষ আইচ


মুক্তখবর বিনোদন ডেস্ক : বিনোদন মাধ্যমে দুই জোড়া জমজ কে চেনেন না এমন মানুষ কমই আছেন। তাদের একজোড়া হলেন নাট্যকার এবং অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। আরেক জোড়া হলেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুর। তাদের নিয়ে আলাদা আলাদা কাজ বা অভিনয় দর্শক দেখলেও এবার তাদের একসঙ্গে করে পর্দায় আনছেন গুণী নির্মাতা অনিমেষ আইচ। তবে এই চারজনকে এক ফ্রেমে আনার জন্য তিনি বেছে নিয়েছেন প্রায় এক বছর আগের একটি পুরনো গল্প। লেখক বিভূতিভুষন বন্দোপাধ্যায়ের আলোচিত অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে একই শিরোনামে তিনি নির্মাণ করেছেন ওয়েব সিনেমা। সেখানেই এই দুই জোড়া জমজের রসায়ন দেখবেন দর্শক। সিনেমাটির খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা। লিখেছেন, ‘পহেলা বৈশাখে আসছে ওয়েব ফিল্ম মায়া। বিভূতি বাবুর ১ নং দিশি ভুতের গল্প দেখতে দীপ্ত প্লে এ্যাপে চোখ রাখুন। হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ।’ দুই জোড়া জমজ অভিনয় করেছেন ‘মায়া’ ফিল্মে।

তিনি বলেন, ‘গেল শীতে স্যুট করেছি মানিকগঞ্জের বানিয়াজুড়িতে। আপাতত এতটুকুই বলার আছে।’ জানান, গল্প অনেকেরই পড়া। চেনা গল্পেরই রসায়ন করেছেন তিনি। কেমন হয়েছে সেটা জানা যাবে রিলিজের পর। ৭৫ মিনিটের এই গল্পটি দেখা যাবে দীপ্ত প্লে। আসছে বৈশাখেই ঘটবে এর মুক্তি। বলে রাখা ভালো, ছোট গল্প থেকে চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। এই দুই জোড়া জমজ ছাড়াও অভিনয় করেছেন, বৃন্দাবন দাস, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকেই।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা