|
অহেতুক মিথ্যা মামলা দিয়ে একটি অসহায় পরিবারকে হয়রানি করছে-স্থানীয় মহিলা ইউপি সদস্য খালেদা বেগম
বরিশাল আদালতে হাজিরা দিতে এসে মারধরের শিকার ২ মাসের বাচ্চাসহ ৫ জন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল আদালতে হাজিরা দিতে এসে মারধরের শিকার হয়েছেন ২ মাসের বাচ্চাসহ ৫ জন। বৃহস্পতিবার ১ নভেম্বর নগরীর ফজলুল হক এভিনিউস্থ জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলায় হিজলা উপজেলার শ্রী পুরের সুমন খানের স্ত্রী মাহফুজা বেগম (৩০) ও তার দুই মাসের বাচ্চা দিয়া মনি, একই এলাকার মৃত কালু সিকদারের ছেলে মনির হোসেন (২৮), সুক্কুর আহম্মেদ খানের ছেলে হাসিব (২২) ও কুদ্দুস মোল্লার ছেলে আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দায়ের করা জিআর ৩১/১৮ (হিজলা) মামলায় হাজিরা দিয়ে হিজলা যাওয়ার উদ্যেশে মীরগঞ্জের গাড়িতে উঠতে যাচ্ছিলেন তারা। এ সময় ফজলুল হক এভিনিউস্থ টিএন্ডটি গেটের সামনে আলফা থেকে তাদের নামিয়ে মারধর করেন কবির সিকদারের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী। মাহফুজা বেগমকে মারধর করার সময় তার দুই মাসের বাচ্চার মাথায় আঘাত লাগে। এছাড়া মনির, হাসিব ও সোহেলকে বেধড়ক মারধর করে টানা হেচরা শুরু করে। এসে মনিরের পরিহিত জামা ছিড়ে যায়। পরে স্থানীয় এগিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার বরাত দিয়ে আহত মনির হোসেন জানান, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দায়ের করা মামলায় হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে কোর্টের সামনে আলফা গাড়িতে উঠে বসার সময় কবির সিকদার সহ অজ্ঞাত ১০/১৫ জনে তাদের মারধর করে। এ সময় হাসিব, সোহেল এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন মনির হোসেন। মাহফুজা বেগম জানান, হামলাকারীদের মধ্যে কবির সিকদার ছাড়া আর কাউকে তারা চেনেন না। বরিশাল নগরীর সিটি সুপার মার্কেটে কবির সিকদারের দোকান রয়েছে এবং তিনি আওয়ামী রাজনীতি করেন বলে জানান তিনি। স্থানীয় মহিলা ইউপি সদস্য খালেদা বেগম জানান, অহেতুক মিথ্যা মামলা দিয়ে একটি অসহায় পরিবারকে হয়রানি করছে তারা। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে মিমাংসায় বসতে চাইলেও তারা বসতে রাজি হচ্ছে না। জানা গেছে, গত ১৫ মার্চ জমি নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার একে আউয়াল তালুকদারের সঙ্গে বাকবিতন্ডা হয় মনির সিকদার সহ অন্যান্য বিবাদীদের সাথে। এ ঘটনাকে কেন্দ্র করে একে আউয়াল তালুকদারের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় মনির সিকদারসহ অন্যান্য বিবাদীরা হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
Post Views: ০
|
|