Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত : কুয়াকাটায় র‌্যাব মহাপরিচালক 
Monday December 25, 2023 , 6:41 pm
Print this E-mail this

ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‍্যাব-এম খুরশীদ আলম, র‍্যাব মহাপরিচালক

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত : কুয়াকাটায় র‌্যাব মহাপরিচালক


র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‍্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই। সোমবার (ডিসেম্বর ২৫) বেলা ১১টার দিকে বরিশাল র‍্যাব-৮’র আয়োজনে কুয়াকাটায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। র‍্যাবের মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। র‍্যাব শুধু আইন-শৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না। পাশাপাশি মানবিক কাজও করে থাকে। শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে আয়নাল বলেন, শীতের সময় অনেক কষ্ট হয় আমগো, কেউ আমাগো দিকে ফিরাও তাকায় না। ফাতেমা বেগম বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি হইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং হেগো জন্য দোয়া করি।




Archives
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
২৭ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার
Image
বরিশালে থেমে থাকা মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা পেল বরযাত্রী
Image
বরিশালে ক্যানসারজয়ী মাহাথিরের এসএসসিতে জিপিএ ৫ অর্জন
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!