Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দায়িত্বশীল সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয় : বরিশালে তথ্য উপদেষ্টা 
Sunday October 28, 2018 , 1:36 pm
Print this E-mail this

প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৯৬ সালে রাস্ট্রীয় ক্ষমতায় এসে এ পর্যন্ত ৪০টি টিভি মিডিয়ার লাইসেন্স দিয়েছেন

দায়িত্বশীল সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয় : বরিশালে তথ্য উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা বস্তুনিষ্ঠ দায়িত্বশীল সাংবাদিকতা করেন তাদের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন নয়। মিডিয়ার স্বাধীনতার নামে যারা অনলাইনের মাধ্যমে মত প্রকাশ করার নাম দিয়ে অপরাধ অশান্তি ও সহিংশতা অপব্যবহার অপরাধ সৃষ্টি করে তাদের জন্যই এই ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইনে ভীতি হবার কোন কারণ নেই। যারা তথ্য প্রকাশের নামে মিথ্যাচার করছে রাস্ট্রের অপপ্রচার করেন তাদের জন্য ডিজিটাল আইন ভীতির কারণ হতে পারে। তিনি আরো বলেন, গণমাধ্যম উন্মুক্ত হলে গণতন্ত্র বিকশিত হয়। সাংবাদিকতা পেশায় ঝুঁকি আছে তা জেনেও তারা কাজ করছে। শনিবার রাতে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন। শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এ্যাড. এস.এম ইকবাল, বাংলাদেশ বেতার প্রতিনিধি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এম.এম জাকির হোসেন। তথ্য উপদেষ্টা এসময় আরো বলেন, আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ৯৬ সালে রাস্ট্রীয় ক্ষমতায় এসে এ পর্যন্ত ৪০টি টিভি মিডিয়ার লাইসেন্স দিয়েছেন। এতে করে অনেক সংবাদ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের সাংবাদিকরা হামলা-মামলার শিকার সহ বিচারহীনতার মধ্যে তারা কাজ করে যাচ্ছে। তারা ঝুঁকি আছে জেনেও সাহসিকতার সংবাদ প্রকাশ করছেন। আমরা গণমাধ্যমকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে চাই। তিনি আরো বলেন, আমরা চাই নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ অঙ্গনে সন্ত্রাস না হয় রাজনীতিতে সহিংশতা নয়। আগামী নির্বাচনে সকল দল অংশ গ্রহন করবে নির্বাচন কমিশনকে বলব নির্বাচনে স্বাধীনভাবে যেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তথ্য উপদেষ্টা ইবাল সোবহান চৌধূরী আরো বলেন, ২০১৪ সালের পুণরাবৃত্তি না ঘটে সেদিকে দেখতে হবে, নির্বাচনে কোন সন্ত্রাস দেখতে চাই না। পরে তিনি অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত ৭ম শারদ সম্মাননা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী