Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৯:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সত্যরঞ্জন খাসকেল 
Tuesday November 28, 2023 , 7:39 pm
Print this E-mail this

মাদক, সন্ত্রাস ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি

ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সত্যরঞ্জন খাসকেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল। মঙ্গলবার (নভেম্বর ২৮) ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণ, গাঁজা-ইয়াবা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের তথ্য সংগ্রহসহ এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভোলা জেলার পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল।

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার মো: মাইদুজ্জামান (বিপিএম) দৌলতখান থানার (ওসি) সত্যরঞ্জন খাসকেল এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল জানান, ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটা থানার সকল পর্যায়ের কর্মকর্তাসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!