Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি 
Saturday November 25, 2023 , 5:41 pm
Print this E-mail this

একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষা নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা

আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের সঙ্গে দিকনির্দেশনামূলক এক মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো: আহসান হাবিব। এতে তিনি বলেন, ‘অযথা নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছ মনোভাব দেখাতে হবে। নির্বাচনে প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় তা বিবেচনায় রাখতে হবে। আইনশৃংখলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করতে হবে।কারো দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। এমন কোনো কাজ তারা যেন না করে যাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কমিশনের ভাবমুর্তি ক্ষুণ্ন না হয়। সহিংসতা, আগুন সন্ত্রাস, ভোটের কার্যক্রমে কেউ বাধা দিলে আইন তার নিজ গতিতে চলবে। গণমাধ্যম কর্মীদের কাজে যাতে বাধা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব। সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষা নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুর জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান, বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, লে. কর্নেল বিজিবি খোরশেদ আনোয়ার, বরগুনা পুলিশ সুপার মো: আব্দুস সালাম, ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের প্রধানগণসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘কেন্দ্রে ভোটারদের উপস্থিতির দায়িত্ব স্ব স্ব প্রার্থীর। তবে ভোটারদের নিরাপত্তায় এবং নির্বিঘ্নে কেন্দ্রে আসতে সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কেই বাধাগ্রস্ত করে তাকে ৩ থেকে ৭ বছরের জেল দেওয়ার বিধান রাখা হয়েছে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু