Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১২, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঘুষের রেট নির্ধারণ করা সে-ই এসিল্যান্ড সাময়িক বরখাস্ত 
Wednesday September 20, 2023 , 6:41 pm
Print this E-mail this

বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন

ঘুষের রেট নির্ধারণ করা সে-ই এসিল্যান্ড সাময়িক বরখাস্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘুষের রেট নির্ধারণ করে দিয়ে সমালোচিত পিরোজপুরের নাজিপুর উপজেলার এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তা করা উচিত বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসন গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এবং তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বরিশাল বিভাগীয় কমিশনার ১৯ সেপ্টেম্বর মাসুদুর রহমানের এরূপ আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন।   প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাসুদুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশ জারির তারিখ থেকে তা কার্যকর হবে। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।




Archives
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
Image
বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৪জনের নামে হত্যা মামলা
Image
ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
Image
পিরোজপুরের জেলা প্রশাসককে পূনর্বহালের দাবিতে মানববন্ধন
Image
পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীতে বৈঠাকাটার ভাসমান সবজির হাট